সকল মেনু

সশস্ত্র বাহিনীর পে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা

79804_ISPRনিজ্স্ব প্রতিবেদক : সশস্ত্র বাহিনীর বেতন-ভাতা বাড়ানোর প্রস্তাব দিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে সশস্ত্র বাহিনীর পে কমিশন। রিপোর্টে ৩ বাহিনীর প্রধানের প্রধানের বেতন ১ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে অর্থ মন্ত্রণালয়ে অর্থমন্ত্রীর কাছে প্রতিবেদন কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেন প্রতিবেদন জমা দেন।

সশস্ত্র বাহিনীর বেতন কমিটি-২০১৩-এর এই প্রতিবেদনে সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ মেজর জেনারেল পদে ৮০ হাজার টাকা ও সর্বনিম্ন সৈনিক পদে ৮ হাজার ২০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

প্রতিবেদনে ১৬টি গ্রেডে বিভক্ত করার প্রস্তাব দেয়া হয়েছে। এ ছাড়াও বিভিন্ন বাহিনী প্রধানদের বেতন ১ লাখ টাকা ও লেফটেন্যান্ট জেনারেল সিনিয়র সচিব পদ মর্যাদায় বেতন ৮৮ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top