সকল মেনু

বর্ষ পরিক্রমায় বিশ্বব্যাপী নতুন বছর উদযাপন

NYE12-fireworksদেশ প্রতিদিন ডেস্ক : ভৌগোলিক অবস্থানগত দিক বিবেচনায় দেশে দেশে শুরু হয়ে গেছে খ্রিষ্টীয় নববর্ষ বরণ উৎসব। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার আগেই আতশবাজি উৎসবসহ নানা আয়োজনের মধ্য দিয়ে নতুন বছর বরণ করে নেয় নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াবাসী।

২০১৫ সালকে বরণ করে নিতে অকল্যান্ড দ্বীপে আতশবাজি উৎসবে মেতে ওঠে নিউজিল্যান্ডবাসী। জাঁকজমকপূর্ণ এই আয়োজন উপভোগ করতে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে এই দ্বীপে ছুটে আসেন তারা। এরপর সিডনির অপেরা হাউসে স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে আতশবাজির মধ্যদিয়ে নতুন বছর বরণ করে নেয় অস্ট্রেলীয়রা। পাশাপাশি সিডনি হার্বার ব্রিজেও আয়োজন করা হয় আতশবাজি উৎসবের। এ সময় বাহারি রঙের আতশবাজির আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে চারদিক।

বর্ণিল এ রঙ-এর খেলা দেখতে ভীড় জমায় হাজারো মানুষ। এ আলোর উৎসব দেখার জন্য অনেকে আগের দিনেই ভীড় করে এখানে।

এসময় নতুন বছরের দিনগুলো শুভ হয়ে দেখা দেবে বলে প্রত্যাশা করে দর্শনার্থীরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top