সকল মেনু

আক্কেলপুরে জাল নোট সহ ব্যবসায়ী আটক

 এসএস মিঠু ,জয়পুরহাট : বুধবার(আজ) বিকালে ক্রেতা সেজে গোপনে জাল টাকা কেনার নাম করে জেলার আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রাম থেকে ২৭হাজার টাকার জাল নোট সহ শাহীন(২৮)নামে এক চিহ্নিত জাল টাকা ব্যবসায়ী কে হাতেনাতে আটক করেছে র‌্যাব। আটক জাল টাকার ব্যবসায়ী শাহীন একই গ্রামের নাসির উদ্দিনের ছেলে। র‌্যাব-৫ জয়পুহাট ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুর রহিম জানান,‘ চিহ্নিত জাল টাকা ব্যবসায়ী  শাহীন আবারও আগের মতই জাল টাকার বেচাকেনা করে আসছে এমন অভিযোগের ভিত্তিতে তাকে হাতেনাতে আটক করতে কয়েকজন র‌্যাব সদস্য নিজেরাই ক্রেতা সেজে গোপনে তার সাথে যোগাযোগ করে।এরই প্রেক্ষিতে বুধবার বিকালে ২৭হাজার টাকার জাল নোট কেনার জন্য তার(শাহীনের) কথামত র‌্যাব সদস্যরা আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের সড়কের পূর্ব নির্ধারিত স্থানে অপেক্ষা করতে থাকে।বিকাল ৫টার দিকে ওই গ্রামের মাঠের ভেতর দিয়ে গোপনে শাহীন ওই স্থানে উপস্থিত হয়ে বিশেষ কায়দায় কোমরে লুকিয়ে রাখা উল্লেখিত জাল নোট গুলো বের করে।সাথে সাথে ওই স্থানের আশেপাশে আগে থেকে ওঁত পেতে থাকা অন্যান্য র‌্যাব সদস্যরা তাকে ঘিরে ফেলে এবং মোট ২৭টি এক হাজার টাকার জাল নোট সহ হাতেনাতে আটক করে’। এর আগেও জাল নোট সহ একাধিকবার আটক হয়েছিল শাহীন।তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় জাল টাকা বেচকেনা সংক্রান্ত মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট র‌্যাব সূত্রে জানা গেছে।জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাকে আক্কেলপুর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top