সকল মেনু

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আধুনিকায়ন

FSDনিজস্ব প্রতিবেদক : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যক্রম আরও আধুনিকায়ন করা হচ্ছে। এজন্য প্রায় ১৯৯ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সভাকক্ষে অনুষ্ঠিত একনেক সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, সম্প্রতি শিশু জিহাদের মৃত্যু ও রানা প্লাজা বিপর্যয়ের মতো ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে আরো আধুনিক করার উদ্যোগ নিয়েছে সরকার। দেশের সব উপজেলায় আধুনিক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্থাপন করা হচ্ছে। তিনি জানান, পাইলট প্রকল্প ভিত্তিতে চট্টগ্রামে গ্যাসের প্রি-পেইড মিটার চালু করতে প্রকল্প অনুমোদন হয়েছে। এছাড়া বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণসহ সাত হাজার কোটি টাকার বেশি ব্যয়ে ১১টি প্রকল্প অনুমোদন করেছে একনেক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top