সকল মেনু

সব সাংবাদিক হত্যাকান্ডের বিচার হবে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

 নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: সব সাংবাদিক হত্যাকান্ডের বিচার হবে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাকান্ডের বিচার হয়েছে, একাত্তরে যারা মানবতার বিরুদ্ধে যেয়ে াপরাধ করেছে তাদেরও বিচার হচ্ছে। সুতরাং শুধুমাত্র সাগর-রুনি হত্যাকান্ডই নয়, এই পর্যন্ত যত সাংবাদিক হত্যাকান্ডের ঘটনা ঘটেছে সব হত্যাকান্ডেরই বিচার হবে। সাংবাদিক হুমায়ুন কবির বালু, শামসুর রহমান, সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যাকান্ডের বিচার হবে। সাংবাদিক সাগর-রুনি হত্যাকান্ডের তদন্ত চলছে। আশা করি, ইতিবাচক সাড়া পাওয়া যাবে। প্রধানমন্ত্রীও এ ব্যাপারে সজাগ রয়েছেন। তিনি সোমবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। ইকবাল সোবহান বলেন, টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের জন্য শীঘ্রই ওয়েজ বোর্ড গঠন করা হবে। সে লক্ষ্যে ইতোমধ্যে কার্যক্রমও শুরু হয়েছে। তিনি বলেন, ঢাকার বাইরে কর্মরত সাংবাদিকদের আবাসনের ব্যাপারে প্রধানমন্ত্রীর আগ্রহ রয়েছে। চাঁদপুরে কর্মরত সাংবাদিকদের আবাসনের ব্যাপারেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, মিথ্যাচার ও বিভ্রান্তি স্বাধীনতাকে নষ্ট করে। তাই এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। স্বাধীনতার জন্যই আমাদের আন্দোলন-সংগ্রাম। আমরা চাই স্বাধীন গণমাধ্যম। তবে স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়। প্রেসক্লাব সভাপতি গোলাম কিবরিয়া জীবনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি। প্রেসক্লাবের সাবেক সম্পাদক বি এম হান্নানের পরিচালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আমির জাফর, জেলা প্রশাসক (সার্বিক) মো. নূরুল্লাহ নুরী, জেলা আ’লীগের সহ-সভাপতি ওসমান গনি পাটওয়ারী, প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, সাবেক সম্পাদক ইকবাল হোসেন পাটোয়ারী প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top