সকল মেনু

কুড়িগ্রামে আশার ৩দিন ব্যাপী ফিজিও থেরাপি ক্যাম্প উদ্বোধন

  ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম  জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামে বেসরকারী উন্নয়ন সংস্থা আশার উদ্দ্যোগে সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নে দরিদ্র  অস্বচ্ছল রোগীদের জন্য বিনা মূল্যে তিনদিন ব্যাপী ফিজিও থেরাপির ক্যাম্পের আয়োজন করা হয়।  সোমবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচগাছী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ^ আমীর হোসেন ব্যাপারী, আশার রংপুর জোনের জোনাল ম্যানেজার আবেদ আলী, কুড়িগ্রাম জেলার ব্যবস্থাপক সৈয়দ জাহিদুল ইসলাম, আর এম নাসিমুল ইসলাম বি এম আবু তাহের, বি এম হাফিজুর রহমান, ডাক্তার স্বপন কুমার, । তিনদিন ব্যাপী এ ক্যাম্পে দরিদ্র রোগীদের বিনামূল্যে পিএলআইডি, টেসিস এলবো, মাসলোস্পজম, স্পনডাইলোসিস থিসিস, লোব্যাক পেইন, কেলকেনিয়াল সপার, আষ্টিও সাইসিস, রিউমাটায়ড, আর্থ্রাইটিস, ফ্রোজেন শোল্ডার রোগের ফিজিও থেরাপি দেয়া হয়। সারা বংলাদেশে আশা নিজস্ব অর্থায়নে  এ সেবা প্রদান করছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top