সকল মেনু

২৪ ঘন্টার সংবাদ চ্যানেল আর প্লাস-এর

হটনিউজ ডেস্ক,ঢাকা: বাংলাদেশ ব্যুরোর যাত্রা শুরু:২৪ ঘন্টার সংবাদ চ্যানেল আর প্লাস-এর বাংলাদেশ ব্যুরোর যাত্রা শুরু করেছে। বাংলা সংবাদ চ্যানেলের মধ্যে ব্যাতিক্রম নাম আর প্লাস ২০০৭ সালের ১১ আগষ্ট যার যাত্রা শুরু হয়েছিল।  আধুনিক ভারতবর্ষেই নয় বাংলাদেশে তথা বাংলা ভাষাভাষী জনগোষ্ঠির মধ্যে গণতন্ত্রের প্রসারে সর্বদাই সচেষ্ঠ আর প্লাস। ইতোমধ্যে সংবাদ এবং বিনোদনের মিশেলে খবরের দুনিয়ায় দৃষ্টান্ত স্থাপন করেছে আর প্লাস। রাজনীতি থেকে অর্থনীতি, সিনেমা থেকে সাহিত্য ভ্রমন থেকে অপরাধ অপঘাতের ঘটনা সব খবর সবার আগে আর প্লাসে। সাধারন মানুষের হাসি-কান্না তাদের রোজনামচার দিন লিপিতে পাশে আছে আর প্লাস আর তাই আমরা সবার আগে সবার পাশে।  এবার ভারতবর্ষ পেরিয়ে বাংলাদেশে সম্প্রচার করতে যাচ্ছে আর প্লাস বাংলা ভাষা ভাষি দুই দেশের রাজনীতি থেকে অর্থনীতি, সিনেমা থেকে সাহিত্য ভ্রমন থেকে অপরাধ অপঘাতের ঘটনা সব খবর সবার আগে আর প্লাসে সে জন্য বালাদেশের কৃতি সন্তান দৈনিক অন্যদিগন্ত পত্রিকার সম্পাদক মোহাম্মদ মাসুদ কে আর প্লাস এর বাংলাদেশ ব্যুরো প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।  সম্প্রতি জঢ়ষঁং এর হেড অফিস কলকাতায় আনুষ্টানিকভাবে এই নিয়োগের কাগজপত্র এবং বাংলাদেশে সম্প্রচারের জন্য আনুষ্টানিক আবেদন হস্তান্তর করা হয়। আশা করা যাচ্ছে আগামী জানুয়ারি থেকে বাংলাদেশে সম্প্রচার করা যাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top