সকল মেনু

কুড়িগ্রামে আঞ্চলিক ইজতেমায় দেশের সুখ-শান্তি কামনা করে আখেরী মুনাজাত

 ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: দেশ, জাতি ও মুসলীম উম্মাহর সুখ-সমৃদ্ধি ও শান্তি কামনা করে আখেরী মুনাজাতের মধ্যদিয়ে কুড়িগ্রামে ৩ দিন ব্যাপী আঞ্চলিক ইজতেমা সম্পন্ন হয়েছে। রোববার সকাল ৯ টায় ধরলা ব্রীজ পূর্বপাড়ের ফজলুল করীম (রহ.) জামিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত উত্তরাঞ্চলের বৃহত্তম আঞ্চলিক ইজতেমায় আখেরী মুনাজাত পরিচালনা করেন চরমোনাইর পীর হযরত সৈয়দ রেজাউল করীম।
কুড়িগ্রাম জেলা মুজাহিদ কমিটি আয়োজিত গত ২৬ ডিসেম্বর শুরু হওয়া ৩ দিন ব্যাপী ইজতেমায় রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন এলাকার প্রায় ৫ লক্ষাধিক ধর্মপ্রান মুসল্লী অংশ নেয়। ৩ দিনব্যাপী ইজতেমায় চরমোনাইর পীর হযরত সৈয়দ রেজাউল করীম ছাড়াও দেশ-বরেণ্য আলেম-ওলামা ও সাহেবজাদারা বিভিন্ন ওয়াজ-নসিয়ত পেশ করেন। ইজতেমা সফল করতে স্থানীয় প্রশাসন ও পৌরসভা সার্বিক সহযোগীতা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top