সকল মেনু

কাল চাঁদপুরে সেতুর ভিত্তিফলক উন্মোচনে তিন মন্ত্রী

 নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: আগামীকাল রোববার  তিন মন্ত্রীর উপস্থিতিতে চাঁদপুরের মেঘনা-ধনাগোঁদা নদীর উপর মতলব সেতুর ভিত্তিফলক উন্মোচন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল (লোটাস কামাল)। সওজ চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহেদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ধনাগোদা নদীর দু পাড়ে অর্থাৎ দক্ষিণে বাইশপুর এবং উত্তরে দশপুর এলাকয় দুটি ভিত্তিফলক তৈরি করা হবে। মন্ত্রী মহোদয়গণ ওই দুটি ফলকই উন্মোচন করবেন। এ সেতুর মাধ্যমে শুরু হবে ধনাগোদা নদী বিভক্ত দুই মতলবের সেতুবন্ধনের কাজ। সহজ হবে ঢাকার সাথে চাঁদপুর জেলাসহ দক্ষিণাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা। মতলব সেতুর নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ৮৪ কোটি ৬০ লাখ টাকা। এর দৈর্ঘ্য ৩০৪.৫ মিটার। প্রস্থ ১০.২৫ মিটার। এর সঙ্গে নদীর দক্ষিণ পাড়ে ১ হাজার ৪৮৬ মিটার এবং উত্তর পাড়ে ৩৬৮ মিটার অ্যাপ্রোচ সড়ক, ২৫ মিটার দীর্ঘ আরো ১টি ব্রিজ, ২টি কালভার্ট এবং ২টি আন্ডার পাস রয়েছে। এর নির্মাণ কাজ ২০১৭ সালের ৩০ জুন শেষ করার কথা রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top