সকল মেনু

নাট্য নিকেতন কমিটি গঠন

SIRAJGANJ PHOTO 27-12-14

দিলীপ গৌর,হটনিউজ২৪বিডি.কম,সিরাজগঞ্জ প্রতিনিধি: দিলীপ গৌর কে সভাপতি,শাওন পাল কে সাধারণ সম্পাদক এবং আবির বিপুল কে সাংগঠনিক সম্পাদক করে নাট্য নিকেতনের ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সংগঠনের বার্ষিক সাধারন সভা শেষে এই কমিটি ঘষনা করা হয়। যমুনা নদীর বুকে জেগে উঠা প্রাকৃতিক সৌন্দর্য ময় ব্যাকার চরে সিরাজগঞ্জের অন্যতম নাট্য সংগঠন নাট্য নিকেতনের বার্ষিক সাধারন সভা ও বনভোজন অনুষ্ঠিত হয়। সাধঅরন সভা উদ্ধোধন করেন নাট্য নিকেতনের প্রতিষ্ঠাতা দিলীপ গৌর। সংগঠনের আহবায়ক আবির বিপুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্য নিকেতনের প্রধান উপদেষ্টা নাট্যকর আহমেদ শরীফ। বিশেষ অতিথি ছিলেন নাট্য নিকেতনের উপদেষ্টা ইমরান মুরাদ এবং সঞ্জয় গৌর। বক্তব্য রাখেন নাট্য নিকেতনের সাবেক সাধারন সম্পাদক মাছুম রানা হাশেম ও হোসেন আলী ছোট্র। সভার দ্বিতী পর্বে কাউন্সিল অধিবেশনে সর্ব সম্মতি ক্রমে এই কমিটি গঠন করা হয় একই সাথে নাট্য নিকেতনের সহযোগী সংগঠন শিশু নাট্য নিকেতনের কমিটি গঠন করা হয়। কমিটি তে অন্যান্য পদে রয়েছে সহ-সভাপতি হোসেন আলী ছোট্র,আরাফাত মামুন খান,সহ-সাধারন সম্পাদক রিংকু কুন্ডু,সহ-সাংগঠনিক সম্পাদক আসিফ হোসেন তালুকদার,দপ্তর সম্পাদক শুভ সুত্রধর,অর্থ সম্পাদক অভিজিৎ সাহা,সাংস্কৃতিক সম্পাদক আদিত্য গুন,নাট্য সম্পাদক হৃদয় সুত্রধর,মহিলা সম্পাদক রওনক আফরিন বৃষ্টি,প্রচার ও প্রকাশনা সম্পাদক রিপু সেখ। কার্য নির্বাহী সদস্য মাছ’ম রানা হাশেম,দীপক সুত্রধর,কাকন দাস। শিশু নাট্য নিকেতনের সভাপতি হোসাইন মাহমুদ বনী এবং সাধারন স্মপাদক সৌরভ পাল। উল্লেখ ২০০৪ সালের ১৪ মে প্রতিষ্ঠা লাভ করে নাট্য নিকেতন। প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত ২০টি নাটকের ১শো এর বেশী প্রদর্শনী করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশনের কিশোর মঞ্চে নিয় মিত মঞ্চ নাটক পরিবেশন করে থাকে সংগঠন টি । এছারা জাতীয়,আর্ন্তজাতিক ,আঞ্চলিক এবং বিভিন্ন আন্তঃজেলা নাট্যাৎসবে নিয়মিত নাটক মঞ্চায়ন করে থাকে।দুই বছর মেয়াদী এই কমিটি নতুন উদ্যেমে কাজ করবে বলে আশবাদ ব্যক্ত করে নব নির্বাচিত কমিটির সদস্যরা।

###নূরে আলম জীবন###

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top