সকল মেনু

গয়েশ্বরের ৩ দিনের রিমান্ড

8

হটনিউজ২৪বিডি.কম,ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে তিনদিন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। সাংসদ ছবি বিশ্বাসকে হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের করা মামলায় শুক্রবার সকালে গয়েশ্বরকে গ্রেফতারের পর বিকেলে তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই হাবিল হোসেন।

অন্যদিকে আদালতে গয়েশ্বরের পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী।

শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে গয়েশ্বরকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাসের ওপর হামলা চালায় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।

এ ঘটনায় রাতেই সাংসদের ওপর হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টার অভিযোগে এবং তার গাড়ি ভাঙচুর ও পুড়িয়ে দেয়ার ঘটনায় নীলক্ষেত পুলিশ ফাঁড়ির এসআই সাহেব আলী বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন।

এই মামলায় শুক্রবার সকালে রাজধানীর সিদ্ধেশ্বরীর একটি বাসা থেকে গয়েশ্বরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

###নূরে আলম জীবন###

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top