সকল মেনু

ঝিনাইদহে বিষমুক্ত সবজির বউ বাজার

Jhenaidah 24.12

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জের নিয়ামতপুর ইউনিয়নে বসছে জৈব পদ্ধতিতে (অর্গানিক কীটনাশক) উৎপাদিত শাকসবজি ও ফল বিক্রির বাজার।আর এই বাজারের বিক্রেতা ও উৎপাদক সবাই গৃহিনী ও কৃষানী। নিজের বাড়ির আঙিনায় উৎপাদিত শাক-সবজি বাজারে নিয়ে বিক্রি করছে তারা। স্থানীয়রা এই বাজারের নাম দিয়েছে বিষমুক্ত সবজির বউ বাজার। এখান থেকে প্রাকৃতিক কৃষি নামের একটি সংগঠন শাকসবজি ক্রয় করে ঢাকার বিভিন্ন বাজারে পাঠাচ্ছে। কীটনাশক যুক্ত শাকসবজির চেয়ে বেশি দামে তারা এইগুলো বিক্রি করছে।সরেজমিন গিয়ে দেখা যায়, প্রতি বৃহষ্পতিবার বিকালে কালীগঞ্জ উপজেলার পূর্ব বলরামপুর গ্রামের মধ্যে এই বাজারটি গড়ে তোলা হয়েছে খোলা আকাশের নিচে। কেউ এনেছে লাউ, কেউ কলা, বরবাটি, বেগুন, মিষ্টিকুমড়া আবার কেউ আলু, লালশাক, পুইশাক, পটল, পালংশাক এ বাজারে বিক্রয়ের জন্য নিয়ে আসছে। নিয়ামতপুর ইউনিয়নের বলরামপুর, পূর্ব বলরামপুর, ভোলপাড়ার প্রায় অর্ধশতাধিক গৃহিনী বা কৃষানী তাদের বাড়ির আঙিনায় উৎপাদন করছে এইসব ফসল। দাম ভাল পাওয়ায় তারা বেশি করে উৎপাদনে আগ্রহ দেখাচ্ছে। বৃহষ্পতিবার বিকাল হলেই ঝুড়িতে ও প্যাকেটে করে সবজি গুলো নিয়ে বসে তারা।কৃষানী নিলিমা জানান, কালীগঞ্জের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড তাদের প্রশিক্ষণ দিয়েছে কিভাবে জৈব পদ্ধতিতে(কীটনাশকমুক্ত) ফসল উৎপাদন করা যায়। তাদের প্রশিক্ষণ নিয়ে প্রথম অবস্থায় তারা বাড়ির আঙিনায় পরিত্যক্ত জমিতে এই সব ফসল উৎপাদন করছে। তিনি আরো জানান, তারা মুলত তাদের সবজি উৎপাদনের জন্য কম্পোষ্ট সার আর বালাই নাশক ব্যবহার করে পোকা দমনে। তিনি দাবি করেন তাদের উৎপাদিত ফসল শতভাগ বিষমুক্ত।সবজি ক্রেতা তপু রায়হান জানান, আমাদের দেশে উৎপাদিত শতকরা ৯৯ ভাগ শাক সবজিই বিষযুক্ত। আমরা এলাকার নারীদের উদ্বুদ্ধ করেছি তারা বিষমুক্ত শাকসবজি বাড়ির আঙিনায় উৎপাদন করে তাদের কাছে বিক্রি করলে বাজার মুল্যের চেয়ে বেশি দাম দেওয়া হবে। যার প্রেক্ষিতে তারা উৎপাদনে আগ্রহ দেখাচ্ছে। আমরা তাদের কাছ থেকে বাজার মুল্যের চেয়ে বেশি দামে ক্রয় করছি। আর বিষমুক্ত শাক-সবজির ব্যাপক চাহিদা রয়েছে ঢাকায়। আমরা মূলত এই গুলো সংগ্রহ করে ঢাকার ২/৮, ব্লাক-এফ, লালমাটিয়ায় নিজেদের আউটলেট এ পাঠাচ্ছি।নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুল হক লিটন জানান, আমি খুবই খুশি আমার ইউনিয়নের গৃহিনীরা বিষমুক্ত সবজি উৎপাদনের কাজ করছে। এই বাজারটি বড় আকারে হলে আামি তাদের সার্বিক সহযোগতা করবো বলে জানান চেয়ারম্যান।কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোশাররফ হোসেন জানান, বিষয়টি তিনি শুনেছেন। তিনি এই সব গৃহিনী কৃষানীদের সাধুবাদ জানান। তারা বাড়ির কাজ সেরে দেশের মানুষের জন্য বিষমুক্ত শাক-সবজি উৎপাদন করছে। তিনি জানান, আমরা আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শ দিব যেন তারা সারা উপজেলায় অন্য গৃহিনীদের এভাবে বাড়ির আঙিনা ফেলে না রেখে বিষমুক্ত সবজি উৎপাদনের পরামর্শ দেয়। তাহলে নিজের পরিবারের সবজির চাহিদা মিটিয়ে বাড়তি আয় করতে পারবে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ঝিনাইদহ জেলা ছাত্রলীগ। মঙ্গলবার দুপুরে দলীয় অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিল শেষে শহরের পোষ্ট অফিস মোড়ে এক মানববন্ধন কর্মসূচী পালন করে ছাত্রলীগ। এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি জাহাঙ্গীর হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, সাধারন সম্পাদক রানা হামিদসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বলেন, ছাত্রদলের হুমকিতে ছাত্রলীগ বিচলিত নয়। তাদের ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করতে প্রস্তুত।

###নূরে আলম জীবন###

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top