সকল মেনু

বেহেশত কিসের তৈরি?

9

হটনিউজ২৪বিডি.কম,ঢাকা: হযরত আবু হোরায়রা (রা.) বর্ণনা করেন, আমি আরজ করলাম, হে আল্লাহর রাসূল! বেহেশত কিসের তৈরি? উত্তরে হুজুর (সা.) এরশাদ করেন, একটি স্বর্ণের ইট, একটি রৌপ্যের ইট এবং প্রাসাদ তৈরির উপকরণ (যার দ্বারা ইটগুলোকে পরস্পর গাঁথা হয়েছে) তীব্র সুবাসযুক্ত কস্তুরী, তার ইট, মোতি ও ইয়াকুত এবং তার মাটি জাফরান।

যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে চিরস্থায়ীভাবে নিয়ামতের মধ্যে থাকবে। সে কখনো কোনো বস্তুর মুখাপেক্ষী হবে না, অনন্ত জীবনের অধিকারী হবে এবং কখনো তার মৃত্যু হবে না।

বেহেশতীদের পোশাক-পরিচ্ছদ কখনো পুরাতন হবে না, তাদের যৌবনশক্তিও কখনো ক্ষয় পাবে না। (আহমদ ও তিরমিজী)

###নূরে আলম জীবন###

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top