সকল মেনু

তামাক সারা বিশ্বের জন্যই সমস্যা: সাবের হোসেন

19

হটনিউজ২৪বিডি.কম,ঢাকা: তামাক চাষের ইস্যুটি শুধু বাংলাদেশের জন্য নয় সারা বিশ্বের জন্যই বড় একটি সমস্যা বলে মন্তব্য করেছেন সাবের হোসেন চৌধুরী এম.পি।

মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এন্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) আয়োজিত ‘বাংলাদেশে তামাক চাষের আগ্রাসী সম্প্রসারণ : ঝুঁকি ও করণীয়’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, সময় এসেছে তামাক চাষ রোধে একটি জাতীয় প্লাটফর্ম তৈরি করার। তামাক চাষ রোধে যে আইন রয়েছে তা কার্যকর করারও আহ্বান জানান তিনি।

তামাক চাষের ক্ষতিকর দিক নিয়ে প্রতিবেদন পাঠ করেন ‘টিএসকে’ এর কান্ট্রি ডিরেক্টর তাইফুর রহমান। এসময় তিনি তামাক চাষের ব্যাপ্তি ও পরিসংখ্যান তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক মোজাম্মেল হোসেন মঞ্জু।

###নূরে আলম জীবন###

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top