সকল মেনু

কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে স্থানান্তর জুনের মধ্যে: প্রধানমন্ত্রী

15

হটনিউজ২৪বিডি.কম,গাজীপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী জুন মাসের মধ্যে কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে স্থানান্তর করা হবে।   প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে কারারক্ষীদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।   মঙ্গলবার সকাল ১০টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে কারা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।   প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে অনেক কারাগারের সংস্কার এবং নতুন কারাগার নির্মাণ করা হয়েছে।   তিনি বলেন, কারাগারে আটক অপরাধীদের শৃঙ্খলার মধ্যে রাখতে হবে। কোনো অপরাধীই যেন কারাগারে এসে বড় অপরাধী হয়ে বের না হয়। কারাগারে আগত বন্দিদের বন্দি হিসেবে না দেখে সমাজের সদস্য হিসেবে বিবেচনা করতে হবে। সমাজের একজন সদস্য কারাগারের পরিবেশের কারণে অপরাধী হয়ে বের হলে সমাজ আরো কলুষিত হবে।   দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ক্রিমিনাল ডাটাবেইজ তৈরি করা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, এই ডাটাবেইজের সঙ্গে জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট অধিদফতরের তথ্যের সমন্বয় করে সহজে অপরাধী পরিচয় দানকারীকে শনাক্ত করা যাবে। এ জন্য কারাগারে আগত বন্দীদের একটি ডাটাবেইজ তৈরি করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।

###নূরে আলম জীবন###

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top