সকল মেনু

অগ্নিকাণ্ডে ৬০টি পরিবারের শতাধিক বাড়িঘর পুড়ে ছাই

1

হটনিউজ২৪বিডি.কম,নীলফামারী প্রতিনিধি: ভয়াবহ অগ্নিকাণ্ডে নীলফামারীর ৬০টি পরিবারের শতাধিক বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় দুই ঘণ্টা স্থায়ী অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা গেছে বেশকিছু গবাদিপশু।

সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে সদর উপজেলার সোনারায় ইউনিয়নের সাতারুপাড়ায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পরো এলাকায় ছড়িয়ে পড়ে। আগুনে গবাদিপশু ধান চালসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে।

সোনারায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান মান্নু জানান, সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে স্থানীয় সোলেমান মিয়ার বাড়ির বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

নীলফামারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের হাবিলদার ফরহাদ জানান, খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে। সৈয়দপুর ফায়ার সার্ভিসও এতে যোগ দিয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনও নিরুপণ করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

###নূরে আলম জীবন### 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top