সকল মেনু

তারেকের বক্তেব্যের প্রতিবাদে ঝিনাইদহে মুক্তিযোদ্ধা সংসেদর স্মারকলিপি পেশ

jhenaidah pic

আতিকুর রহমান টুটুল,হটনিউজ২৪বিডি.কম,ঝিনাইদহ প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সম্পর্কে বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমান কর্তৃক কু-রুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে ঝিনাইদহে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঝিনাইদহ জেলা ইউনিট কমান্ড জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করেছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে ঝিনাইদহ পোষ্ট অফিস মোড়ে কয়েক’শ মুক্তিযোদ্ধা মানববন্ধন কর্মসুচি পালন করেন। এ সময় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাই এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক আজিজুর রহমান, সাবেক এমপি নুর জাহান বেগম, যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. আব্দুর রশিদ, যুগ্ম সাধারন সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু। প্রসঙ্গত, লন্ডনে অবস্থানরত বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে নিয়ে বক্তব্য দেন। তার এই বক্তব্যের প্রতিবাদে দেশের প্রায় ১৩ টি জেলায় মামলা ও ৪ স্থানে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তারেক রহমানের বিরুদ্ধে। ঝিনাইদহে গত রোববার দুপুরে তারেক রহমানের বিরুদ্ধে মামলা করেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানা হামিদ।

 

###নূরে আলম জীবন###  

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top