সকল মেনু

বিশ্বকাপের পর অবসর নেবেন আফ্রিদি

14

হটনিউজ২৪বিডি.কম,ডেস্ক: ২০১৫ বিশ্বকাপের পরই ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর নেবেন শাহিদ আফ্রিদি৷ রোববার নিজেই এ কথা জানিয়েছেন প্রাক্তন পাক অধিনায়ক৷ ওয়ান ডে ছাড়ালেও টি-২০ খেলে যাবেন বলে জানান ৩৪ বছরের পাক অল-রাউন্ডার৷

২০১১ বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন আফ্রিদি৷ তার নেতৃত্বে শেষে চারে উঠেছিল পাকিস্তান৷ সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় তারা৷ এবার নেতৃত্বের রাশ নিজের হাতে না-থাকলেও মিসবাহ-উল-হকের দলের অন্যতম ম্যাচ-উইনার তিনি৷ আগামী বছর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসছে একাদশ বিশ্বকাপের আসর৷

১৫ ফেব্রুয়ারি অ্যাডিলেড ওভালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করছে পাকিস্তান৷ এখনও পর্যন্ত দেশের হয়ে ৩৮৯টি ওয়ান ডে এবং ২৭টি টেস্ট ও ৭৭টি টি-২০ ম্যাচ খেলেছেন আফ্রিদি৷ ওয়ান ডে ক্রিকেটে ৭৮৭০ রানের পাশাপাশি ৩৯১টি উইকেট রয়েছে পাক অল-রাউন্ডারের দখলে৷ ওয়ান ডে থেকে অবসর নিলেও ২০১৬ ভারতের টি-২০ বিশ্বকাপ খেলতে চান আফ্রিদি৷– ওয়েবসাইট।

###নূরে আলম জীবন### 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top