সকল মেনু

ঢাকায় ২০ দলের জনসভা ২ ও ৫ জানুয়ারি

9

হটনিউজ২৪বিডি.কম,ঢাকা: নতুন নির্বাচনের দাবিতে আগামী ২ ও ৫ জানুয়ারি রাজধানীতে জনসভা করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

রবিবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করে এ কর্মসূচি ঠিক করেন।

বিএনপি সূত্র জানায়, আজ জোটের শরিকদের সঙ্গে বৈঠকে কর্মসূচি চূড়ান্ত করা হবে। সরকার এ কর্মসূচির অনুমতি না দিলে ৫ জানুয়ারি থেকে টানা ৭২ ঘণ্টা হরতাল ডাকা হতে পারে। এর মধ্য দিয়ে সরকারবিরোধী আন্দোলন শুরু করবে ২০ দলীয় জোট। পরিস্থিতি বিবেচনা করে জোট টানা হরতাল-অবরোধ দেওয়ার সিদ্ধান্তও নিতে পারে।

সূত্র মতে, গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসায় রবিবার রাত সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত রুদ্বদ্ধার বৈঠক হয়।

বৈঠকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস, যুগ্ম আহ্বায়ক আবদুল আউয়াল মিন্টু, সদস্যসচিব হাবিব-উন-নবী খান সোহেল উপস্থিত ছিলেন।

জানা গেছে, দলের এসব সিদ্ধান্ত নিয়ে আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জোটের শরিক দলের মহাসচিবদের সঙ্গে বৈঠক করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে থেকে কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

###নূরে আলম জীবন### 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top