সকল মেনু

২০১৪ সালের সেরা অ্যান্ড্রয়েড কিবোর্ড

3হটনিউজ২৪বিডি.কম,ঢাকা: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও ট্যাবলেটের জন্য অনেক ধরনের কিবোর্ডই আছে। বিশেষ করে টাইপিং স্পিড বাড়ানোর ওপরই মূলত এসব কিবোর্ডের ডিজাইনে গুরুত্ব দেয়া হয়েছে।

তবে এর মধ্যে সবচেয়ে বেশি সাড়া ফেলেছে Android Dynamic Keyboard। এই কিবোর্ডের বিশেষত্ব হচ্ছে, লেখার সময় নির্দিষ্ট বোতামটি বড় করে দেখায়। ফলে টাইপের গতি বাড়াতে এবং লেখা সহজ করতে ভালোই কাজে লাগে।

এছাড়া যে অক্ষরটি বেশি ব্যবহৃত হয় সেটি লেখার সময় স্বয়ংক্রিয়ভাবে বড় দেখায়। ভুল করার হারের ওপর ভিত্তি করে অক্ষরগুলোর সাইজ বাড়ে কমে। এ কারণে এই কিবোর্ডে নির্ভুল লেখার গতি সহজেই বেড়ে যায়।

কিবোর্ডটি গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করতে পারেন। এটি সম্পূর্ণ ফ্রি।

তবে কালার, কাস্টমাইজেশন সুবিধা পেতে চাইলে কিনতে হবে।

###নূরে আলম জীবন### 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top