সকল মেনু

মৌলভীবাজারে ৫দিনব্যাপী নিটল টাটা মেলা শুরু

Moulvibazar Nitol Tata Mala-09

]হটনিউজ২৪বিডি.কম,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে ৫দিনব্যাপী নিটল টাটা মেলা শুরু হয়েছে। রোববার বিকেলে নিটল মোটরস্ লিমিটেডের আয়োজনে শহরের বেড়ীরপার মিনিবাস স্ট্যান্ডে মেলার উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী।

নিটল-নিলয় গ্রæপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার তোফায়েল আহমদ, নিটল মটরস্ এর ডিলার সৈয়দ মফচ্ছিল আলী, টাটা মটরস এর কান্টি ম্যানেজার মুকুল মানিস।
টাটা গাড়ীর বিভিন্ন ধরনের নতুন মডেল সহজে গ্রাহকদের কাছে পৌছে দিতে এই মেলার আয়োজন করা হয়েছে। ২৫ শে ডিসেম্বর পর্যন্ত এ মেলা চলবে ।
উদ্বোধনী অনুষ্ঠানে সমাজ কল্যান মন্ত্রী ২টি বাস ও ১টি পিকাপ ভ্যান মৌলভীবাজার বাসীকে উপহার দিতে অনুরোধ করেন।
এ সময় নিটল টাটা গ্রæপের চেয়ারম্যান ২টি বাস ও ১টি পিকাপভ্যান অবিলম্বে দেয়ার আশ্বাস দেন। এছাড়া মেলা উপলক্ষে ৩০ ডিমেম্বর পর্যন্ত মৌলভীবাজারের গ্রাহকদের জন্য জামানত ছাড়া গাড়ী দেবার ঘোষনা দেন।

###নূরে আলম জীবন###

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top