সকল মেনু

যেভাবে সময় কাটে: মোহাম্মদ নূরুল হক

হটনিউজ২৪বিডি.কম,ঢাকা: আমার রাতেরা নিদ্রাহীন, ঘুম গেছে স্বেচ্ছা নির্বাসনে। দিনগুলো নির্বান্ধব__ দৃষ্টিতে ধূসর দৃশ্য ভেসে ওঠে। সকালে বাজার থেকে কিনে আনি ব্যাগভর্তি মানুষের ঘৃণা। চুলায় চড়ে না হাঁড়ি, সেও আজ যুগপূর্তি হলো। পাতিলেরা কালো কালো দাঁত বের করে হাসে। আর সিঁড়িঘরে ঠ্যাঙ তুলে শিশ্ন দেখায় সারমেয়র ছানা।

বন্ধুদের হাতে সময় নেই। কারও সঙ্গেই দেখা সাক্ষাৎ হয় না তেমন। যদিও বা কাউকে কালেভদ্রে হ্যালোট্যালো বলি, শুনি একগাধা উপদেশ। সবাই একেক জন,যিশু, মুহম্মদ, গৌতমবুদ্ধ, অ্যাডাম স্মিথ, হাইডেগার, দেরিদা, ফুকো। কেউ কেউ রাশ ভারী কণ্ঠে বলে: জরুরি মিটিংয়ে আছি। ফ্রি হলেই কল দেব। কিন্তু তারা আর কোনোদিনই ফ্রি হন না। ফলত আমি নিজেই খেয়ালের বশে আবারও ডায়াল করি। ওপারে বন্ধু ক্ষেপেই আগুন। আমি তার কণ্ঠ শুনে নির্বোধের মতো হাসি। এখন কেমন করে বলি: আমি কৃপাপ্রার্থী নই, তোমাদের কাছে কোনো সাহায্য চাই না। শুধু চাই, একটু সময়।

হা ইশ্বর! এই দুঃস্বপ্নের দিনগুলো আর কত দীর্ঘতর হবে?

 

###নূরে আলম জীবন###

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top