সকল মেনু

আন্তঃমান্ডলিক প্রাক-বড়দিন উদযাপন

2

হটনিউজ২৪বিডি.কম,ঢাকা: আনন্দ-উদ্দীপনার মধ্যে দিয়ে  জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হলো মিরপুর আন্তঃমান্ডলিক প্রাক-বড়দিন উৎসব। শনিবার সন্ধ্যায় মিরপুরের ব্যাপ্টিস্ট মিশন ইন্টিগ্রেটেড বিদ্যালয়ের মাঠে খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান বড়দিনের আগাম উৎসব উদযাপিত হয়।

মিরপুর আন্তঃমান্ডলিক ঐক্য ও সহভাগিতা এবং বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন, মিরপুর শাখার আয়োজনে এই প্রাক-বড়দিনের উৎসব উদযাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বড়দিনের কেক কাটেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে শিরীন শারমিন বলেন, ‘বড়দিন শুধু খ্রিষ্ট ধর্মাবলম্বীদের জন্যই নয়, বাংলাদেশের সবার জন্য এ উৎসব। বড়দিন আমাদের আপন সংস্কৃতিতে, বাঙালি ঐতিহ্যের সঙ্গে মিশে আছে। সম্প্রীতির এই সোনার বাংলাদেশে বড়দিন সবার উৎসব। সেজন্য ধর্মকে ছাপিয়ে সমাজ, দেশ ও জাতির জন্য বড়দিন বয়ে নিয়ে আসে আনন্দের বার্তা। এ উৎসব আমাদের জাতীয় জীবনে সৌহার্দ্য-সম্প্রীতিকে দৃঢ় করে।’

সবাইকে মানবপ্রেমের মহান মন্ত্রে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের মূল ভিত্তি হলো ভালোবাসা। সেই ভালোবাসার কথা, মানবতার কথা যেন এই বড়দিনে আমরা সমগ্র জায়গায় ছড়িয়ে দিতে পারি। সেই প্রচেষ্টা যেন আমাদের থাকে।’

যারা সাম্প্রযায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে জাতীয় সংসদের স্পিকার বলেন, ‘কোনো অপশক্তিই বাংলাদেশেরএই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারবে না।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি প্রমোদ মানকিন। সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘আমরা খ্রিষ্টান সম্প্রদায় এই বড়দিনে শান্তির জন্য প্রার্থনা করি। আমরা খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ সংখ্যায় খুবই কম হলেও, দেশের জন্য আমাদের অবদান অনেক।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের শাসনামলে দেশে সব ধর্মের মানুষের মাঝে শান্তি বিরাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘যারা রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করত, তারা আজ নেতিয়ে পড়েছে।’

প্রাক-বড়দিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজির আহমেদ, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্মল রোজারিও, বাংলাদেশ বাইবেল সোসাইটির সভাপতি ও হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক পাস্টর আনোয়ার হোসেন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জ্জি, চার্চ অব ন্যাজারিনের বাংলাদেশ প্রধান নাথন সুকমল বিশ্বাস, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ্য জেমস সুব্রত হাজরা, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হিউবার্ট গমেজ এবং বাংলাদেশ খ্রিষ্টান লীগের সভানেত্রী মঞ্জু সমদ্দার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর আন্তঃমান্ডলিক ঐক্য ও সহভাগিতার আহ্বায়ক বিশপ নিবারণ দাশ। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি ও সিসিডিবির পরিচালক জয়ন্ত অধিকারী।

প্রাক-বড়দিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন মিরপুর আন্তঃমান্ডলিক ঐক্য ও সহভাগিতার সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার (বাপ্পী)। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top