সকল মেনু

জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই: শিক্ষামন্ত্রী

7

হটনিউজ২৪বিডি.কম,ঢাকা: বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কেন্দ্রীক শিক্ষার তাগিদ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, আমরা একটি জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই। বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞান চর্চা, গবেষণা কাজে নিয়োজিত করার পাশাপাশি সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। শনিবার দুপুরে রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে অ্যাপস তৈরি প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, মনোনিবেশন করতে হবে নতুন নতুন গবেষণা কাজে। নতুন কিছু সৃষ্টি করতে হবে। আমাদের দেশের নানাবিধ সমস্যার সমাধানে এই গবেষণা কাজে লাগাতে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top