সকল মেনু

আওয়ামী লীগ নেতা লাল মোহন বিশ্বাস আর নেই

গৌরাঙ্গ লাল দাস, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাদুল্লাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লাল মোহন বিশ্বাস (৬০) আর নেই। গত শুক্রবার দিবাগত রাত পৌনে ৯ টায় ব্রেনস্ট্রোকে ঢাকার ন্যাশনাল ইনষ্টিটিউট অব নিউরোসাইন্স এন্ড হাসপাতালে পরলোকগমন করেন। পরলোকগমন কালে তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ মেয়ে রেখে গেছেন। লাল মোহন বিশ্বাসের মৃত্যু সংবাদ কোটালীপাড়া উপজেলায় ছড়িয়ে পরলে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসহ উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। তার মরদেহ রাতেই ঢাকা থেকে কোটালীপাড়ায় নিয়ে আসা হয়। আজ শনিবার সকালে লাল মোহন বিশ্বাসের দীর্ঘ দিনের রাজনৈতিক সহকর্মীরা শেষ বারের মতো এক নজর দেখার জন্য তার নিজ বাড়ীতে ছুটে আসেন। দুপুর ২ টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে লাল মোহন বিশ্বাসের মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য আনা হয়। এখানে উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ,উপজেলা পূজা উদযাপন পরিষদ, প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন লাল মোহন বিশ্বাসের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বিকেল ৪ টায় উপজেলার হাজরা বাড়ী গ্রামের নিজ বাড়ীতে লাল মোহন বিশ্বাসের মরদেহ অন্ত্যেষ্টিক্রিয়ান্তে সমাহিত করা হয়। তার মৃত্যুতে এফবিসিসিআই সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুভাষ চন্দ্র জয়ধর , সাধারন সম্পাদক এসএম হুমায়ুন কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, শিক্ষামন্ত্রীর এপিএস মম্মথ রঞ্জন বাড়ৈ, যুবলীগের যুগ্ম আহ্বায়ক আতিক উজ্জামান বাদল, সেচ্ছাসেবক লীগের সভাপতি নারায়ন চন্দ্র দাম, ছাত্রলীগের সভাপতি বাবুল হাজরা, সাধারন সম্পাদক নজরুল ইসলাম মন্নু গভীর শোক প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top