সকল মেনু

গাজায় আবার ইসরাইলি বিমান হামলা

2

হটনিউজ২৪বিডি.কম,ডেস্ক: সাম্প্রতিক ৫০ দিনব্যাপী আগ্রাসনের পর যুদ্ধবিরতির মধ্যেই শুক্রবার রাতে আবারও ফিলিস্তিনের গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল।

গাজা থেকে রকেট হামলার দাবি করে সেখানে এ আক্রমণ চালায় ইসরাইলি বাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, বিমান হামলার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরাইলি কর্তৃপক্ষ দাবি করেছে, অধিকৃত গাজার দক্ষিণাংশে হামাসের স্থাপনাকে লক্ষ্য করে একটি বিমান থেকে হামলা চালানো হয়েছে।

স্থানীয়রা জানিয়েছে, গাজার উপকূল দিয়ে ইসরাইলি বিমান উড়তে দেখা গেছে। এ সময় বিমান বেশ নিচ দিয়ে উড়ে যায়।

এর আগে ইসরাইলি পুলিশ দাবি করেছিল, শুক্রবার দিনের বেলা গাজা থেকে ইসরাইলের ইসকলে রকেট ছোড়া হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটনি। এ হামলার জন্য হামাসকে দায়ী করেছে তারা।

ইসরাইল এমন সময় এ বিমান হামলা চালাল যখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্বাধীন ফিলিস্তিনের বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

এ প্রস্তাবের বিপক্ষে জোরালো অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরাইলের পক্ষ থেকেও এর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।

সাম্প্রতিক ওই গাজা আগ্রাসনে ২১৪০ ফিলিস্তিনি নিহত হয়। এতে মারা যায় ৭০ জনের মত ইসরাইলি সেনা।

২৬ আগস্ট হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়।

ইসরাইলি আগ্রাসনে গাজা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়।

গাজা পুনর্গঠনে ৫৪০ কোটি ডলার সহায়তার অঙ্গীকার করেছিল দাতারা।

তবে অঙ্গীকারের দু মাস পেরিয়ে গেলেও প্রতিশ্রুত অর্থের মাত্র ২ শতাশ বা ১০ কোটি ডলার পাওয়া গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top