সকল মেনু

(কেডিজেএফ)’র মধুসুদন সভাপতি, এনায়েত সাধারন সম্পাদক নির্বাচিত

   হটনিউজ ডেস্ক,ঢাকা: খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম, ঢাকার (কেডিজেএফ) দ্বি-বার্ষিক সাধারন সভায় বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান প্রতিবেদক মধুসুদন মন্ডলকে সভাপতি, ডেইলি নিউজ টুডে’র সিনিয়র সাব-এডিটর এনায়েত ফেরদৌসকে সাধারন সম্পাদক ও  ডেইলি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস এর প্রধান প্রতিবেদক এস এম জাহাঙ্গীরকে কোষাধ্যক্ষ করে ১৯ সদস্য বিশিস্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের হলকক্ষে সংগঠনের সভাপতি মধুসুদন মন্ডলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সবুজের পরিচালনায় অনুষ্ঠিত সাধারন সভায় দুই-বছর মেয়াদের এই কমিটি গঠিত হয়। নব-নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন সহ-সভাপতি- সৈয়দ সফি (অর্থবাজার) ও হারুন জামিল (নয়া দিগন্ত), যুগ্ম -সাধারন সম্পাদক -সাব্বির নেওয়াজ (সমকাল) ও মোস্তাফিজুর রহমান (নিউএজ), সাংগঠনিক সম্পাদক- মুরসালিন নোমানী (বাসস), প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক- শেখ মাহমুদ এ রিয়াত (দি ইকোনোমি টুডে)। এছাড়া নির্বাহী সদস্যরা হলেন রফিকুল ইসলাম সবুজ (সকালের খবর- বিদায়ী সাধারন সম্পাদক হিসেবে পদাধিকার বলে), ফসিহ উদ্দিন মাহতাব (সমকাল), সাজু রহমান (জিটিভি), আইয়ুব আনসারী ( পিএনএস), আসাদুল্লাহিল গালিব (সকালের খবর),  তৌহিদুর রহমান (জনকন্ঠ), কামরুজ্জামান কাজল (অর্থনীতি প্রতিদিন), রেজাউল হক কৌশিক ( ইত্তেফাক), একরামুল হক বিপ্লব (যুগান্তর), আবদুল্লাহ আল কাফি (আমাদের সময়)। এর আগে সকালে সাধারন সভার উদ্বোধনী অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দুই অংশের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল ও শওকত মাহমুদ, বিশিস্ট সাংবাদিক ও সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কেডিজেএফ এর সভাপতি মধুসুদন মন্ডল ও দ্বি-বার্ষিক রিপোর্ট উত্থাপন করেন সংগঠনের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সবুজ। আলোচনায় অংশ নেন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি আশরাফুল ইসলাম ও সাবেক সভাপতি এনায়েত ফেরদৌস, ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি সুলতান মাহমুদ বাদল, সিনিয়র সাংবাদিক রকিব উদ্দিন, নঈম নওরোজ, কেডিজেএফ এর যুগ্ম সাধারন সম্পাদক সাব্বির নেওয়াজ ও মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুরসালিন নোমানী, ইত্তেফাকের ম্বফস্বল বার্তা সম্পাদক এম এ বারি, দৈনিক সংগ্রামের বিশেষ প্রতিনিধি শহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক গাজী আবুবকর সিদ্দিকী প্রমুখ।  সাধারন সভায় গঠনতন্ত্র সংশোধন করে কার্যনির্বাহী কমিটি ৩৩ সদস্যের পরিবর্তে ১৯ সদস্য করার সিদ্ধান্ত গৃহীত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top