সকল মেনু

কুড়িগ্রামে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ

হনিউ২৪বিডি.কম,কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে বাংলাদেশ রেলওয়ের জায়গায় অবৈধভাবে যত্রতত্র ভাবে গড়ে উঠা বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান গতকাল উচ্ছেদ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজারহাট রেলষ্টেশনের আশ-পাশে রেলের প্রায় ১০ একর ভূমি রয়েছে। এলাকার একদল চিহ্নিত ভূমিদস্যুরা ওই জমিগুলো লিজ নেয়ার নাম করে অবৈধভাবে দোকানপাট ও বসতবাড়ি নির্মাণ করে দীর্ঘদিন ভোগ দখল করে আসছিল। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় এ্যাষ্ট্রেট অফিসার আশিষ কুমার চক্রবর্ত্তী ও কুড়িগ্রাম জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুর কুতুব আলমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ৫টি বসতবাড়ি, অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান (দোকান ঘর) ভেঙ্গে দিয়েছে। পাশাপাশি রেলের লিজকৃত জায়গাগুলোর কাগজপত্র নবায়ন করার জন্য স্ব-স্ব ব্যক্তিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মৌখিক নির্দেশনা প্রদান করেন। সঠিক সময়ের মধ্যে নবায়নে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে বাংলাদেশ রেলওয়ের আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন এ্যাষ্ট্রেট অফিসার আশিষ কুমার চক্রবর্ত্তী এবং অচিরেই চিলমারী হতে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চালুর কথা সাংবাদিকদের তিনি জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন-বাংলাদেশ রেলওয়ের কুড়িগ্রাম জেলার এ্যাড. শহিদুল ইসলাম সাজু, রাজারহাট রেলষ্টেশন মাষ্টার মো. মাঈদুল ইসলাম, লালমনিরহাট রেলওয়ের জিআরপি’র ওসি মোস্তফা কামাল, রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রশিদসহ রেলওয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top