সকল মেনু

ঢাবি’তে ইয়্যুথ পার্লামেন্ট চলছে

Dha

হনিউ২৪বিডি.কম,ঢাকা: বাংলাদেশের মোট জনসংখ্যা এখন প্রায় ১৬ কোটি। এর মধ্যে ১০-২৪ বছর বয়সী তরুণ-তরুণীর সংখ্যা চার কোটি সাত লাখ যা মোট জনসংখ্যার ৩০%। তরুণ এই জনগষ্ঠিকে ভবিষ্যত নেতা হিসেবে গড়ে তুলতে বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সেনেটভবনে অনুষ্ঠিত হচ্ছে “ইয়ুথ পার্লামেন্ট টু এক্সপ্লোর ফিউচার বাংলাদেশ প্রোগ্রাম।”

যুব সংসদে দাঁড়িয়ে দেশের প্রতিটি উপজেলা থেকে একজন যুবক-যুবতী এ পার্লামেন্টে অংশ নিয়ে তাদের নিজ নিজ উপজেলার প্রতিনিধিত্ব করছেন। এ পার্লামেন্টে তরুণ-তরুণীরা তাদের নিজেদের মধ্যে মতো বিনিময় করবে এবং একই সঙ্গে দেশের নীতি-নির্ধারকদের কাছে তারা তাদের চিন্তা-ভাবনাকে তুলে ধরছেন।

দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করছে সামাজিক সাংস্কৃতিক সংগঠন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউণ্ডেশন (ওয়াইডিওয়াইএফ)।

আয়োজনের মধ্যে রয়েছে তিনটি প্লিনারি সেশন- “আইসিটি ফর এন্ট্রিপ্রিনিউরশিপ,” “হিউম্যান রাইটস অ্যাণ্ড গুডগভর্নেন্স,”  “এডুকেশন ফর ফিউচার ইকনোমি অ্যান্ড লিডারশিপ।”

সেশনগুলোতে বক্তা হিসেবে রয়েছেন বংলা একাডেমির সভাপতি অধ্যাপক ড. আনিসুজ্জামান, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েত উল্লাহ আল মামুন এনডিসি, আইসিটি ডিভিশনের সচিব শ্যাম সুন্দর শিকদার, ড্যাফোডিল ইন্টারন্যাশনালইউনিভার্সিটির (ডিআইইউ) চেয়ারম্যান মো. সবুর খান, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) সভাপতি রাজিব আহমেদ, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান, ড. বদিউল আলম মজুমদার, দ্যা হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ গ্লোবাল ভাইসপ্রেসিডেন্ট অ্যাণ্ড কান্ট্রি ডিরেক্টর, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর নির্বাহী পরিচালক ড.ইফতেখারুজ্জামান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন এর সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল মতিন, সৈয়দারিজওয়ানা হাসান বাংলাদেশ পরিবেশ আইনজীবি সমিতি (বেলা), ম হামিদ প্রাক্তন ডিজি বাংলাদেশ টেলিভিশন এবং অ্যাডভোকেট নুরজাহান আক্তার মুক্তা, এমপি।

প্রোগ্রামটি স্পন্সর করছে রূপালি ব্যাঙ্ক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক লি. (ইউসিবিএল)।

প্রোগ্রামটির পার্টনার আইসিটি ডিভিশন, ঢাকা বিশ্ববিদ্যালয় (লোক প্রশাসন), ধ্রুবতারা সোশ্যাল অ্যাণ্ডকালচারাল অর্গ্যানাইজেশন, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব), ঢাকা ট্রিবিউন, আজাদ আর্ট হল, ন্যাশনাল ব্যাঙ্ক এবং আপনজোন.কম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top