সকল মেনু

যাত্রী হিসেবে বিমান ভ্রমন করল রোবট

হটনিউজ২৪বিডি.কম,ডেস্ক: মানুষের পাশাপাশি বিশ্বে প্রথমবারের মতো যাত্রী হিসেবে দেখা গেল কোনো রোবটকে। তাও আবার কিনা নিজে টিকেট কেটে প্লেনে উঠেছে রোবটি। আরও চমকপ্রদ তথ্য হচ্ছে, বিমান ভ্রমণের জন্য রোবটটির নিজস্ব পাসপোর্টও রয়েছে!

ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, জার্মানির রোবট গবেষকদের তৈরি ‘অ্যাথেনা’ নামক রোববটি যাত্রী হিসেবে সোমবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলন বিমানবন্দর থেকে জার্মানির উদ্দেশ্যে রওনা হোন। বিমানবন্দরে ঐতিহাসিক এই ঘটনার সাক্ষী থাকেন সকল যাত্রীরা। মানবসাদৃশ্য এই রোবটটির সঙ্গে সেসময় উল্লাসে মেতে উঠে যাত্রীদের ছবি তুলতে দেখা যায়। টিকিট কেটে রোবটের প্লেনে চড়ার ঘটনা এটাই বিশ্বে প্রথম বলে দাবি করেছেন রোবটির নির্মাতারা।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top