সকল মেনু

মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদেরকে সংবর্ধনা

  এম. শরীফ হোসাইন, ভোলা ॥ ভোলায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে রাত ১২টা ১ মিনিটের সময় তোপধ্বনির মাধ্যমে শুরু হয় দিবসটি। পরে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর পর শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পপার্ঘ অর্পন করা হয়। পরে গজনবী স্টেডিয়াম মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ। সেখানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সকাল ১১টার দিকে শহরের নতুন বাজার চত্ত্বরের অবস্থিত কবি মোজাম্মেল হক টাউন হলে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদেরকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ দাউদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ সেলিম রেজা। গেষ্ট অব অর্নার হিসেবে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ বীর মুক্তিযোদ্ধা আ ক ম জহুরুল আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট মাকসুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুব্রত কুমার সিকদার, পুলিশ সুপার মোহাঃ মনিরুজ্জামান, জেলা বিজেপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বিটিভি প্রতিনিধি এম এ তাহের, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, বাংলা বাজার ফাতেমা কলেজের সাবেক অধ্যক্ষ আফসার উদ্দিন বাবুল, যুব মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি আজিজুল ইসলাম প্রমূখ। আলোচনা সভা শেষে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারদেরকে সংবর্ধনা দেয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top