সকল মেনু

শৈলকুপায় বিরল প্রজাতির মাছ শিকার

 ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গোলকনগর গ্রামের মোঃ ইছাহক আলী জর্দ্দারের পুকুর থেকে মঙ্গলবার দুপুরে এক বিরল প্রজাতির মাছ ধরা পড়ে। দুপুর ১২টার দিকে ইছাহাকের ছেলে ওমর ফারুকের জালে মাছটি ধরা পড়ে। ওমর ফারুক জানান, জালে বিভিন্ন রকম দেশীয় মাছের সাথে একটি অপরিচিত মাছ জালে আটকা পড়ে। মাছটি ১৬ ইঞ্চি লম্বা। গাঁয়ে কোন আইস নেই। কাল রংঙের উপর হলুদাভ ছাপ। ছাপ গুলো অনেকটা আরবি হরফ এর মত ডিজাইন করা। এদিকে ওমর ফারুকের জালে অপরিচিত মাছ ধরা পড়ার খবর চাউর হয়ে গেলে মাছটি দেখার জন্য আশ পাশ গ্রামের শত শত মানুষ তাদের বাড়িতে ভীড় জমায়। দর্শনার্থীদের মধ্যে কেও এ ধরণের মাছে আগে দেখেননি বলে মন্তব্য করেন। পুকুর মালিক ইছাহক আলী জর্দ্দারের জানান, ৪/৫ মাস আগে কুষ্টিয়া থেকে মাছের পোনা এনে তিনি পুকুরে ছাড়েন। তিনি এ জাতীয় মাছ জীবনে কখনো দেখেন নি বলে জানান। গ্রামবাসিদের সঙ্গে কথা বলে জানা যায় তারও আগে কখনো এমন আকৃতির মাছ দেখেনি। বিষয়টি নিয়ে বৃহত্তর যশোর বিল বাওড় উন্নয়ন প্রকল্পের প্রজেক্ট ডাইরেক্টর (পিডি) রমজান আলী জানান, মাছ না দেখে তিনি মন্তব্য করতে পারছেন না। ঝিনাইদহ জেলা মৎস্য কর্মকর্তা শংকর কুমার মাছটি শৈলকুপা উপজেলা মৎস্য অফিসে নিয়ে যাওযার পরামর্শ দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top