সকল মেনু

উলিপুরে জাতীয় পুষ্ঠি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ডাঃ জি এম ক্যাপ্টেন,হটনিউজ২৪বিডি.কম,কুড়িগ্রাম প্রতিনিধিঃকুড়িগ্রামের উলিপুরে জাতীয় পুষ্ঠি বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। টের ডেস্ হোমস্ ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে কর্মশালার উদ্বোধন করেন, কুড়িগ্রাম সিভিল সার্জন ডাঃ জয়নাল আবেদীন জিল­ুর। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ অজয় কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হায়দার আলী মিঞা, জেলা ড্যাবের সভাপতি ডাঃ সুদীপ কুমার বোস, টের ডেস হোমস এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর বিবেকানন্দ অধিকারী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাফিজ রুহুল আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম রুবী প্রমুখ। দাতা সংস্থা ডাবিøউএফপি ও ইকোর সহায়তায় কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মাধ্যমে অপুষ্ঠি মা ও শিশু ব্যবস্থাপনায় জাতীয় পুষ্ঠি কার্যক্রমকে আরো গতিশীল করতে এ কর্মশালার আয়োজন করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top