সকল মেনু

মাস্টারকার্ড ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশে

aa

হটনিউজ২৪বিডি.কম,ঢাকা: বাংলাদেশে মাস্টারকার্ড ভাইস প্রেসিডেন্ট বিজনেস ডেভেলপমেন্ট হিসেবে যোগ দিয়েছেন গীতাঙ্ক দত্ত।

বাংলাদেশে মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালের টিমে তিনি কাজ করবেন। তিনি মাস্টারকার্ডের ব্যবসায়িক কর্মকাণ্ড নির্দিষ্ট ব্যাংকসমূহের সঙ্গে পরিচালনায় নেতৃত্ব দেবেন। একই সঙ্গে কোম্পানির নতুন ব্যবসায়িক সম্পর্ক সৃষ্টি ও সম্প্রসারণ এবং অগ্রাধিকারমূলক কিছু কর্মকাণ্ডের নেতৃত্বেও থাকবেন। পেমেন্টস ও ব্যাংকিং খাতে ২০ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

গীতাঙ্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।  স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ থেকে তিনি দত্ত মাস্টারকার্ডে যোগ দেন। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে তার সর্বশেষ দায়িত্ব হিসেবে তিনি সিকিউরড্ লোন ও রিটেইল ডিপোজিট বিভাগের প্রধান ছিলেন। এর আগে তিনি ওই ব্যাংকে কার্ডস, ক্যাশ ম্যানেজমেন্ট প্রডাক্ট ও মার্কেটিং বিভাগের দায়িত্বে ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top