হটনিউজ২৪বিডি.কম,ঢাকা: আল্লাহ্ মহান।পৃথিবী সৃষ্টি থেকে ভবিষ্যৎ অজানার একমাত্র মালিক রাববুল আলামিন। তিনি রহস্যময় পৃথিবীতে মানব জাতিকে সকল প্রাণীর উপরে অবস্থান দিয়েছে।
আজ শুক্রবার সাংবাদিক ও লেখক জীবনের বাসায় কোরবানির মাংস রান্না করা হয়। এবং খাবার সময় দেখা যায় কয়েকটি মাংসের টুকরায় আরবি লেখার মত।
প্রথমে সন্ধেহ হলেও পরে বুঝা যায় যে এটি আল্লাহর নাম।
বলুন “আলহামদুল্লিলাহ”।