সকল মেনু

সেই বিচারক কাজী গোলাম রসুল মারা গেছেন

 আদালত প্রতিবেদক,হটনিউজ২৪বিডি.কম,ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার রায় দেওয়া ঢাকার সাবেক জেলা ও দায়রা জজ আদালতের সেই বিচারক কাজী গোলাম রসুল মারা গেছেন।সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহে…….রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তার মৃত্যুতে বিচারকদের সংগঠনের পক্ষে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ঢাকার জেলা ও দায়রা জজ, ঢাকা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি মো. মহসীন মিয়া ও কোর্ট রিপোর্টারর্স অ্যাসোসিয়েশন পক্ষে উপদেষ্টা মো. শাহজাহান খান শোক জানান এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি তারা সমবেদনা জানান। এসময় মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন। এরআগে বিভিন্ন স্বাস্থ্য জটিলতা নিয়ে কাজী গোলাম রসুল গত ২৭ নভেম্বর থেকে ওই হাসপাতালে ভর্তি ছিলেন বলে জানান ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) বিকাশ কুমার সাহা। সিএমএম আরো জানান, সাবেক এই বিচারক পাবলিক সার্ভিস কমিশনের সদস্য হিসাবেও কাজ করেছেন। তিনি স্ত্রী, তিন মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  জানাগেছে, ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার ২৩ বছর বছর ১৯৯৮ সালের ৮ নভেম্বর এই হত্যা মামলায় ২০ আসামির ১৫ জনকে মৃত্যুদন্ড দেন ঢাকার তৎকালীন জেলা ও দায়রা জজ কাজী গোলাম রসুল। পরে আসামিপক্ষের আপিলে ২০০০ সালের ১৪ ডিসেম্বর হাই কোর্ট এ মামলায় বিভক্ত রায় দেয়। বিভক্ত রায়ে বিচারপতি মো. রুহুল আমিন ১০ আসামির মৃত্যুদন্ড বহাল রাখেন। অন্য বিচারপতি এ বিএম খায়রুল হক ১৫ আসামির ফাঁসির আদেশই বহাল রাখেন। পরে ২০০১ সালের ৩০ এপ্রিল হাই কোর্টের তৃতীয় বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম ১২ আসামির মৃত্যুদন্ডাদেশ বহাল রেখে তিনজনকে খালাস দেন। পাঁচ আসামি আপিল করলে ২০০৯ সালের ১৯ নভেম্বর আপিল বিভাগ তা খারিজ করে এবং পরের বছর ২৮ জানুয়ারি প্রথম প্রহরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঁচজনের ফাঁসি কার্যকর করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top