সকল মেনু

আন্দোলন করলেই ক্ষমতাসীনদের খুঁজে পাওয়া যাবে না

14হটনিউজ২৪বিডি.কম,ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘মাত্র এক মাস আন্দোলন করলেই ক্ষমতাসীনদের খুঁজে পাওয়া যাবে না।’
তবে অনুমতি নিয়ে কর্মসূচি পালন করলে কখনও সরকার পতন হয় না বলেও মন্তব্য করেছেন তিনি।
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে ‘প্রতিহিংসার রাজনীতি : বিপন্ন গণতন্ত্র ও মানবাধিকার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ লেবার পার্টি এ আলোচনার আয়োজন করে।
দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দিশাই বিসওয়াল সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘এতে বোঝা যায়, তারা মরণ আতঙ্কে ভুগছেন।’
প্রসঙ্গত, ৩০ নভেম্বর খুলনা সার্কিট হাউস ময়দানে মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সৈয়দ আশরাফ নিশা দিশাইকে দুই আনার মন্ত্রী বলেন।
বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ক্ষমতায় গেলে তাদের উপর (ক্ষমতাসীন) নির্যাতন করা হবে না এমন নিশ্চয়তা পেলে তারা সংলাপে বসবে। কারণ সবাই বাঁচতে চায়।’
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘যেখানে গণতন্ত্র নেই, সেখানে মানবাধিকার নিয়ে আলোচনা করা অসার। এক পাত্রে যেমন দুধ আর তেঁতুল রাখা যায় না, তেমনি আওয়ামী লীগ যেখানে আছে সেখানে গণতন্ত্র নেই।’
তিনি বলেন, ‘আমদের নেত্রী (খালেদা জিয়া) বলেন গণতন্ত্র নেই। কিন্তু দলের আরেকজন নেতা বলেন নিয়ন্ত্রিত গণতন্ত্র। গণতন্ত্র যদি নিয়ন্ত্রিত থাকে তাহলে কিছুটা হলেও আছে।’
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আওয়ামী লীগ নেতাদের বক্তব্যে সবার সঙ্গে মিল থাকে। কিন্তু আমাদের নেতারা একেক জন একেক রকম বক্তব্য দেন।’
তিনি বলেন, ‘টেলিভিশনের ছবি দেখানোর জন্য আমদের নেতারা অস্থির হয়ে উঠেন। যখন টেলিভিশন ছিল না তখন কি আন্দোলন হয়নি?’
‘আমরা প্রচার নির্ভর হয়ে যাচ্ছি কি না?’ এমন প্রশ্ন রেছে গয়েশ্বর বলেন, ‘জানি প্রচারেই প্রসার।’
লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সভাতিত্বে আরও বক্তব্য দেন, বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদনি ফারুক, স্বনির্ভর বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এ্যাডভোকেট তাজুল ইসলাম, লেবার পার্টির সাধারণ সম্পাদক হামাদুল্লাহ আল মেহেদী সিনিয়র ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট ফরিদ উদ্দিন প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top