সকল মেনু

১১ ডিসেম্বর টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস

হটনিউজ২৪বিডি.কম,টাঙ্গাইল প্রতিনিধি: আজ ১১ ডিসেম্বর টাঙ্গাইল পাকিস্তানী হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বাংলার দামাল সূর্যসেনারা পাক হানাদার বাহিনীর কবল থেকে টাঙ্গাইলকে মুক্ত করে। উত্তোলন করে স্বাধীন বাংলাদেশের পতাকা। অর্জিত হয় দেশের স্বাধীনতা। যুদ্ধকালীন সময়ে টাঙ্গাইলের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতাপূর্ণ যুদ্ধের কাহিনী দেশের সীমানা পার হয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছিল। বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর নেতৃত্বে গঠিত ও পরিচালিত “কাদেরিয়া বাহিনীর” বীরত্বের কথা দেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে চির স্মরণীয় এক অধ্যায়। ১৯৭১ সালের মার্চ মাসের শুরুতেই টাঙ্গাইল জেলা স্বাধীন বাংলা গণমুক্তি পরিষদ গঠন করা হয়। চলতে থাকে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ। ২৬ মার্চ থেকে গ্রামে গ্রামে যুবকরা সংগঠিত হতে থাকে। ৩ এপ্রিল প্রথম পাকহানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের অবরোধ ভেঙ্গে টাঙ্গাইল শহরে প্রবেশ করে। মুক্তিযোদ্ধারা নিরাপদ স্থানে চলে আসে। তারা নতুন করে অস্ত্র সংগ্রহ ও সংগঠিত হতে থাকে। অল্প দিনের মধ্যেই কাদের সিদ্দিকীর নেতৃত্বে গড়ে উঠে বিশাল কাদেরিয়া বাহিনী। শুরু হয় বিভিন্ন স্থানে হানাদার বাহিনীর সাথে যুদ্ধ। খন্দকার আব্দুল বাতেন বাহিনীর নেতৃত্বে গঠিত “বাতেন বাহিনী”ও অনেক জায়গায় হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করে। চারদিক থেকে আক্রমনে দিশেহারা হয়ে পড়ে পাক বাহিনী। ১০ ডিসেম্বর বিকেলে টাঙ্গাইল শহরের উত্তরে পৌলিতে মিত্রবাহিনীর প্রায় ২ হাজার সেনা অবতরন করায় হানাদারদের মনোবল একেবারে ভেঙ্গে পড়ে। তারা ছুটতে থাকে ঢাকার দিকে। ১১ ডিসেম্বর ভোর থেকে মুক্তিযোদ্ধারা শহরে প্রবেশ করতে থাকে। টাঙ্গাইল শহর সম্পূর্ণ হানাদার মুক্ত হয়। মানুষ নেমে আসে রাস্তায়। দেশের বিভিন্ন স্থানে যুদ্ধরত মুক্তিযোদ্ধারাও আনন্দের জোয়ারে ভাসতে থাকে। “জয় বাংলা” শ্লোগানে মুখরিত হয়ে উঠে টাঙ্গাইল সহ দেশের আকাশ বাতাশ। পাক হানাদার বাহিনীর দোসর রাজাকাররা মুক্তিযুদ্ধ চালাকালে অসংখ্য মুক্তিকামী মানুষ ও মুক্তিযোদ্ধাদের ধরে নিয়ে টাঙ্গাইল শহরের জেলা সদর পানির ট্যাঙ্কের পাশে বধ্যভূমিতে নির্মমভাবে হত্যা করে। পাক বাহিনীর বর্বরতার সাক্ষী এই বধ্যভূমিটি সংরক্ষনের উদ্যোগে বিজয়ের ৩৯ বছরেও নেওয়া হয়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top