সকল মেনু

ধীরগতিতে চলছে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি

EX

নূরে আলম জীবন,হটনিউজ২৪বিডি.কম:ধীরগতিতে চলছে সরকারিভাবে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি। গত প্রায় দেড় বছরে সরকারিভাবে দেশটিতে গেছে ১০ হাজারেরও কম বাংলাদেশি শ্রমিক। একটি বিশেষ চক্রের বাধার কারণে এ প্রক্রিয়ায় জনশক্তি রপ্তানি কম হচ্ছে, বলছে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

২০১২ সালে সরকারিভাবে শ্রমিক পাঠাতে মালয়েশিয়ার সাথে চুক্তি সই করে সরকার। এরপর ২০১৩ সাল থেকে প্রায় দেড় বছরে শ্রমিক গেছে দশ হাজারেরও কম। তবে দেশটিতে শ্রমিকের চাহিদার তুলনায় তা আশানুরূপ নয় বলে জানান সেদেশ নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার।

তবে সরকারিভাবে বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া বাড়াতে নানা উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

এছাড়া অবৈধ পথে মালয়েশিয়ায় শ্রমিক যাওয়া বন্ধ হলে দেশটিতে সরকারিভাবে জনশক্তি রপ্তানি বাড়বে বলে মনে করেন তিনি।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top