হটনিউজ২৪বিডি.কম,টাঙ্গাইল প্রতিনিধি: আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র্যালি ও মানববন্ধন করেছে ‘অধিকার’ টাঙ্গাইল ইউনিট। ১০ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইল শহীদ মিনারের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের নিরালা মোড় থেকে শুরু করে ভিক্টোরিয়া রোড হয়ে ঘুরে পূণরায় শহীদ মিনার প্রাঙ্গনে এসে মানববন্ধনে মিলিত হয়। আধাঘন্টাব্যাপী মানববন্ধনে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের বিষয়বস্তু ও মানবাধিকার রক্ষায় বিভিন্ন দাবি সংবলিত ‘অধিকার’ ঘোষিত স্টেটমেন্ট তুলে ধরা হয়। এসময় অ্যাডভোকেট আবু রায়হান খান, অ্যাডভোকেট মুকুল আক্তার, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, সাংবাদিক মির্জা মাসুদ রুবল, রতন সিদ্দিকীসহ বিভিন্ন শ্রেণী পেশার অর্ধশতজন মানবাধিকার কর্মী উপস্থিত ছিলেন।
