গৌরাঙ্গ লাল দাস,হটনিউজ২৪বিডি.কম, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় জাগরণী সংস্থার নারীর প্রতি পারিবারিক সহিংসতা প্রতিরোধ কর্মসূচীর উদ্যোগে আন্তর্জাতিক মানবাদিকার দিবস উপলক্ষে ভ্যান র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার কোটালীপাড়া কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য ভ্যান র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্ত¡রে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় জাগরণী সংস্থার পরিচালক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রেনুকা বিশ্বাস ,জাগরণী সংস্থার প্রোগ্রাম ম্যানেজার অনিল চন্দ্র রায়, প্রজেক্ট অফিসার গৌরাঙ্গ লাল দাস , সঞ্জয় হালদার, রিক্তা সরকার প্রমুখ বক্তব্য রাখেন। র্যালি থেকে বিভিন্ন লিপলেট দর্শনার্থীদের মাঝে বিতরণ করা হয়।
