সকল মেনু

দু’জন নারী পেলেন রোকেয়া সম্মান পদক

7

হটনিউজ২৪বিডি.কম,ঢাকা: নারী উন্নয়ন ও শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখায় অধ্যাপক মমতাজ বেগম এবং গোলাপ বানুকে রোকেয়া পদক দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার বেলা ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী পদকপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন। মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

তিনি জানান, ১৯৭৫ সাল থেকে এ পর্যন্ত ৩৫ জন নারীকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

নারী শিক্ষার বিস্তার, নারী অধিকার প্রতিষ্ঠা, নারী উন্নয়ন এবং অসহায় ও দারিদ্র্য নারীর আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই দুই কীর্তিমান নারীকে রোকেয়া পদক দেওয়া হল। উল্লেখ্য, প্রতি বছরই এক্ষেত্রে অবদানের জন্য দুইজন বিশিষ্ট নারী ব্যক্তিত্বকে এ পুরস্কার দেওয়া হয়। –

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top