সকল মেনু

ফিলিস্তিনকে আন্তর্জাতিক আদালতে স্বীকৃতি

হটনিউজ২৪বিডি.কম,ডেস্ক: আন্তর্জাতিক আদালতে (আইসিসি) ফিলিস্তিনের আলাদা মর্যাদা গৃহীত হয়েছে। এর মাধ্যমে অধিকৃত অঞ্চলে চালানো ইসরায়েলের যুদ্ধাপরাধের বিচার করার পথ পরিষ্কার হল। খবর আলজাজিরার।

নেদারল্যান্ডের দ্য হেগের আন্তর্জাতিক আদালতে সোমবার ফিলিস্তিনের প্রতীকি বিজয়ের মাধ্যমে তারা সংস্থাটিতে সদস্যপদ লাভ করতে যাচ্ছে। সদস্যপদ লাভের পর সংস্থাটিতে ফিলিস্তিনের পক্ষ থেকে আবেদন করা হলে ইসরায়েলের যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত করা হবে।

আনুষ্ঠানিক সদস্যপদ লাভের পর সংস্থাটিতে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে দেখা হবে।

আইসিসি একটি স্বাধীন আন্তর্জাতিক সংস্থা যা জাতিসংঘের অধীনস্ত নয়। সংস্থাটি বিভিন্ন দেশে সংগঠিত গুরুত্বপূর্ণ অপরাধের বিচার করে থাকে।
বিশ্বের বিভিন্ন রাষ্ট্র, সংস্থা, প্রতিষ্ঠান ও ব্যক্তির অনুদান পেয়ে থাকে সংস্থাটি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top