সকল মেনু

নেত্রকোনায় ‘মা’ হত্যার দায়ে সন্তানের কারাদন্ড

  পাপ্পু মজুমদার, নেত্রকোনা প্রতিনিধি: মা’কে হত্যার দায়ে ছেলেকে কারাদণ্ড দিয়েছেন নেত্রকোনা আদালত। এছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৫বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। সোমবার (৩রা নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল হামিদ আসামি ইয়াহিয়া (২২) কে আদালতে উপস্থিত অবস্থায় এ রায় প্রদান করেন।

আদালত সুত্র জানান, ইয়াহিয়া ব্যাক্তি জীবনে খুবই উশৃঙ্খল ছিল। নিহত মা আয়শা আক্তার (নয়ন তারা) ও বাবা আব্দুর রেজ্জাকের সঙ্গে ঝগড়াও করত।

সুত্র আরও জানায়, ২০০৭ সালের ২৩ আগস্ট সকালে তার মা বাড়ির পেছনের জঙ্গলে কুড়াল দিয়ে বাঁশের মোড়া তুলছিল। এসময় সেখানে ইয়াহিয়া উপস্থিত হয়ে ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে আসামী ইয়াহিয়া উত্তেজিত হয়ে মায়ের কাছ থেকে কুড়াল কেড়ে নিয়ে তাকে উপর্যপরি কুপিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়।

ঘটনার একই দিন আসামীর বাবা আব্দুর রাজ্জাক বাদী হয়ে ছেলেকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে একই বছরের ২৮ সেপ্টেম্বর আদালতে অভিযোগ-পত্র দাখিল করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে সোমবার এ রায় দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top