সকল মেনু

জয়পুরহাটে ইলেক্ট্রনিক সাংবাদিকদের কর্মশালা শেষ

 এসএস মিঠু  ,জয়পুরহাট : সোমবার দুুপুরে জয়পুরহাট সার্কিট হাউসের কনফারেন্স রুমে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে জেলার ইলেক্ট্রনিক সাংবাদিকদের ৩দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৪র্থ পর্যায়) প্রকল্পের আওতায় ‘ফ্যাক্টস ফর লাইফ উইথ ফিল্ড প্র্যাক্টিস’ শীর্ষক ওই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াছিন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোরশেদ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন) আব্দুর রফিক, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপ-পরিচালক ও প্রশিক্ষণ পরিচালক মনজুরুল আলম, উপ-পরিচালক সারকে জামান খান, সাংবাদিক শাহজাহান সিরাজ মিঠু ও আবু বক্কর সিদ্দিক।এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ার মোট ২২জন সাংবাদিক (জেলা প্রতিনিধি) অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top