সকল মেনু

গোপন বৈঠক : ব্যবস্থা নিতে চিঠি ইস্যু হচ্ছে অাজ

4

হটনিউজবিডি২৪.কম,ঢাকা: সরকারী নিয়ম ভেঙ্গে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে যেসব সরকারী কর্মকর্তা বৈঠক করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ সংবলিত চিঠি ইস্যু হচ্ছে আজ সোমবার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব এ খবর নিশ্চিত করেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই অতিরিক্ত সচিব বলেন, সোমবার চিঠি ইস্যু করা হবে। খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাওয়া এবং গোপন বৈঠক করার বিষয়ে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। গোপন বৈঠকের খবর বিভিন্ন মিডিয়ায় প্রকাশ হওয়ার পর প্রাথমিকভাবে ৩০ জনকে এই তালিকায় রেখে যাচাই বাছাই করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে চিঠিতে।

এর আগে গতকাল রোববার দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদিক সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাওয়া কর্মকর্তা-কর্মচারীদের যাচাই-বাছাই করা হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top