সকল মেনু

মন্ত্রী-এমপিদের দাবি তামাশা

22

হটনিউজ ঢাকা : জাতীয় সংসদে মন্ত্রী ও এমপিরা যখন আধিবাসীদের স্বার্থ রক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দাবি তুলেন তখন সেগুলোকে নেহাত তামাশা মনে হয় বলে মন্তব্য করেছেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান ড. মিজানুর রহমান।

তিনি বলেন, ‘জাতীয় সংসদে যখন কোনো এমপি বা মন্ত্রী আধিবাসীদের স্বার্থ রক্ষার দাবি জানান তখন আমার কাছে তা তামাশা মনে হয়। কারণ তারা চাইলেই সমতল ভূমি কমিশনের যে আইন রয়েছে সেটি পাস করিয়েই আধিবাসীদের স্বার্থ সংরক্ষণ করতে পারেন। কিন্তু তা না করে তারা সংসদে হাস্যকর দাবি তুলেন।’
বুধাবর রাজধানীর মোহাম্মদপুরে আধিবাসীদের মানবাধিকার শীর্ষক এক গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান এ কথা বলেন।
মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন, ‘আধিবাসীদের সংস্কৃতি আমরা গর্বের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে প্রচার করি। কিন্তু আমরা তাদের স্বীকৃতি দিতে চাই না।’
তিনি বলেন, ‘সশস্ত্রবাহিনীর বড় একটি অংশ আজ করপোরেট বডি হয়ে গেছে। তারাই যে ভূমি দস্যুদের ভূমি দখলে সহযোগিতা করছে না সেটা কীভাবে বিশ্বাস করবো?’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top