সকল মেনু

ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন

16

হটনিউজ ঢাকা : দেশের উভয় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার লেনদেনের শুরতে মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন।

বুধবার বেলা সোয়া ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স সূচক ৩৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৬৯ পয়েন্টে অবস্থান করে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৬৭টির, কমেছে ২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির শেয়ার দর।

লেনদেন হয়েছে মোট ৮২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

অন্যদিকে অপর পুঁজিবাজার সিএসইতে বেলা ১১টা ২৯ মিনিটে সিএসইর ব্রড ইনডেক্স সূচক ৭৪ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৩২৪ পয়েন্টে অবস্থান করে।

এ স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১২৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির শেয়ার দর।

লেনদেন হয় মোট ৭ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top