সকল মেনু

সম্প্রচারে চ্যানেল সিক্সটিন নাম পাল্টে ‘K’

হটনিউজ ঢাকা : তথ্য মন্ত্রণালয়ের সম্প্রচার বন্ধের নির্দেশের পরপরই অনুমতি ছাড়া চলা বেসরকারি টেলিভিশন চ্যানেল সিক্সটিন নাম পাল্টে ফেলেছে। এখন চ্যানেলের লোগের জায়গায় শুধুমাত্র ইংরেজি বর্ণমালার ‘K’ অক্ষরটি ভাসছে।10a

চ্যালেনটির অনলাইন ঠিকানায় (www.channel-16tv.com) চ্যানেল-সিক্সটিন টিভি থাকলেও সেখানের লাইভ প্রোগামেও একই দৃশ্য দেখাচ্ছে।
এর আগে মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয় চ্যানেলটির সম্প্রচার বন্ধের নির্দেশ দেয়। নির্দেশনার অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনসহ (বিটিআরসি) সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে বলেও জানানো হয়।
উল্লেখ, চ্যানেল সিক্সটিনের পরিচালকদের একাংশও চলতি বছরের শুরুর দিকে অবৈধ সম্প্রচারের বিষয়ে তথ্য মন্ত্রণালয়ে অভিযোগ করে। ঢাকা জেলা পরিষদের প্রশাসক হাসিনা দৌলা আগে এ চ্যানেলের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। চ্যানেলটির পরীক্ষামূলক সম্প্রচারের মেয়াদ গত বছরের ৩০ নভেম্বর শেষ হয়েছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top