সকল মেনু

দুর্নীতির সূচকে ১৪তম বাংলাদেশ

2হটনিউজ ডেস্ক : বৈশ্বিক দুর্নীতির সূচকে বাংলাদেশ এ বছর ১৪তম স্থানে অবস্থান করছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বুধবার প্রকাশিত সূচকে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

১০০-এর মধ্যে ২৫ স্কোর নিয়ে ১৭৫টি দেশের মধ্যে ১৪তম স্থান লাভ করে বাংলাদেশ। বর্তমান বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে যৌথভাবে চিহ্নিত হয়েছে সোমালিয়া ও উত্তর কোরিয়া (স্কোর ৮)।

সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে ডেনমার্ককে। সার্বোচ্চ ৯২ স্কোর নিয়ে দেশটি এ অবস্থান লাভ করে।

দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ আফগানিস্তান (স্কোর ১২), কম দুর্নীতিগ্রস্ত ভুটান (স্কোর ৬৫)।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top